reporterঅনলাইন ডেস্ক
  ১৮ এপ্রিল, ২০২৪

একিউআইয়ের তথ্য

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

রাজধানী ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৬ স্কোর নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান পাকিস্তানের লাহোর, ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং নেপালের কাঠমান্ডুর ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে বায়ুদূষণ একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। শুষ্ক মৌসুমে বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে যায়। অন্যদিকে বর্ষাকালে এই মান কিছুটা উন্নত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একিউআই,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close