reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২৪

গোপালগঞ্জের পথে শেখ হাসিনা

ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখবেন। পরদিন কোটালিপাড়ায় কর্মীসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।

পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী,শেখ হাসিনা,গোপালগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close