reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২৪

অপশক্তি রুখে দিতে প্রয়োজন গান-মেলার : আতিক

ছবি : সংগৃহীত

অপশক্তি রুখে দিতে গান ও মেলার আয়োজনের দরকার আছে বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত পৌষ উৎসব ১৪৩০ উপলক্ষে বাউল গান ও মেলার আয়োজনে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মেয়র আতিক বলেন, প্রধানমন্ত্রী গান পছন্দ করেন, যারা গান গায় তাদেরও তিনি পছন্দ করেন। আমরাও গান পছন্দ করি কিন্তু সেই ধরনের পরিবেশ সবসময় তৈরি করতে পারি না। আমি সুরের ধারাকে অনেক ধন্যবাদ জানাই। সুরের ধারা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন আজ যৌথভাবে এই আয়োজনটি খুব দ্রুত করেছে।

তিনি বলেন, এখানে বিভিন্ন ধরনের স্টল আছে। একদিকে গান চলছে, খাবার খাওয়ার ব্যবস্থা আছে, আবার মেলা চলছে। এটিই হলো বাঙালির সংস্কৃতি। অপশক্তি রুখে দেওয়ার জন্য এই ধরনের মেলা, গানের আয়োজনের প্রয়োজন আছে। এমন আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবসময় থাকবে।

এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পছন্দমতো বিভিন্ন সামগ্রী মেলা থেকে কেনেন। পরে আয়োজকদের অনুরোধে মঞ্চে গান পরিবেশন করেন মেয়র।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আতিকুল ইসলাম,গান-মেলা,অপশক্তি,ডিএনসিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close