reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেটে রড ঢুকে মোহাম্মদ আলী (২০) নামের এক শ্রমিক মারা গেছেন।

রবিবার বিকেল ৫টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মো. রাজীব জানান, তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করছিল। আলী রড মিস্ত্রীর সহযোগীর কাজ করত। বিকেলে সে ভবনের দ্বিতীয় তলা থেকে পাশের এক তলার ছাদে পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়।

রাজীব জানায়, আহত অবস্থায় তাকে ঢামেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে আলী জামালপুরের বকশিগঞ্জ এলাকার বাসিন্দা। নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভবন থেকে পড়ে,শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close