reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০২১

ঢাকা ফাঁকা

করোনাভাইরাস মহামারির মধ্যে উদযাপিত হতে যাচ্ছে আরেকটি ঈদ। ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা।

ধবার ঈদ। এর আগেই আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রাস্তা ফাঁকা হয়ে গেছে। নেই চিরচেনা যানজট।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় প্রাইভেটকার, পিকআপ-ট্রাক ও ছোট যানবাহনে বাড়ির পথে রওনা দিচ্ছেন অনেকেই।

ঢাকা থেকে বের হয়ে বিভিন্ন জেলায় যাওয়ার এই পথগুলোতে যানজট আছে। শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ।

তবে ঢাকার ভেতরে মানুষের চলাচল একেবারেই কম। রাস্তায় গাড়ি চলছে সীমিত।

বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে কমে গেছে যানবাহনের চাপ। যানজটের ভোগান্তি ছাড়াই বের হতে পারছেন মানুষ।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদের ছুটি,ঢাকা ফাঁকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close