reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০২১

রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জো বাইডেন

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, রমজানের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় বলেছেন, এ মাসের প্রথম চাঁদ দেখা দেওয়ায় জিল ও আমি যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের প্রতি আমাদের উষ্ণতম শুভেচ্ছা ও অভিবাদন জানাই।

এদিকে মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিনকেন এক বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলেন,  রমজান করিম। আমি আশা করি, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমানদের জন্য এ মাসটি আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও রহমত বয়ে আনবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রেসিডেন্ট,জো বাইডেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close