অনলাইন ডেস্ক
০৬ এপ্রিল, ২০২৪
রেসিপি : বেক ইয়োগার্ট
আজ ২৬ রমজান। চলে আসছে ঈদ। ঈদে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়। এসব রেসিপির মধ্যে অন্যতম হলো ‘বেক ইয়োগার্ট’। এবার ঈদে তৈরি করুন স্বাদের ‘বেক ইয়োগার্ট’। তাই আজ আমরা জানাব, ঈদে কিভাবে সহজে তৈরি করবেন ‘বেক ইয়োগার্ট’।
উপকরণ
টপকদই এক কাপ
ত্রিম পরিমাণ মতো
কনডেন্স মিল্ক ১/৪ কাপপ্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে টকদই নিতে হবে। এরপর ক্রিম ও কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।
এরপর মাইক্রো ওভেন প্রুফ ডিসে মিশ্রণ ঢেলে মাইক্রোওয়েভে পাঁচ মিনিট বেক করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ‘বেক ইয়োগার্ট’।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন