reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২৪

এসি চালু করবেন? যেসব বিষয় জানা দরকার

ছবি : সংগৃহীত

শীত বিদায় নিয়েছে, গরম পড়তে শুরু করেছে। শীতের কারণে দীর্ঘদিন এসি বন্ধ ছিল। গরমের তীব্রতা বাড়ার কারণে এসি চালু করার কথা ভাবছেন। কিন্তু এসি পুনরায় চালুর আগে কিছু বিষয় জানা দরকার। জেনে নিন...

অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।

যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে।

এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন।

বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।

পুনরায় চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন।

এসি বিস্ফোরণ বা দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ

রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্বাচন করতে হবে।

দীর্ঘসময় এসি চালানো উচিত নয়। চালাতে হলে মাঝে কিছুক্ষণের বিরতি দিতে হবে।

ভালো ব্র্যান্ডের এসি কিনতে হবে নির্দিষ্ট শো রুম থেকে।

এসির আউটডোর ইউনিট এমন স্থানে রাখতে হবে যেন সেটা গাছ দিয়ে ঢাকা না থাকে। খোলামেলা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখবেন এসির বাইরের অংশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close