reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২৪

রেসিপি : মজাদার নুডলস কাটলেট

ছবি : সংগৃহীত

বিকেলে নাস্তায় কি তৈরি করবেন তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। চিন্তা না করে ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার নুডলস কাটলেট। জেনে নিন রেসিপি...

উপকরণ

১. নুডলস এক প্যাকেট

২. তেল পরিমাণমতো

৩. বিট হাফ কাপ

৪. কাঁচামরিচ স্বাদমতো

৫. লবণ স্বাদমতো

৬. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

৭. হলুদ আধা চা চামচ

৮. মরিচ গুঁড়া স্বাদমতো

৯. আদা আধা চা চামচ

১০. রসুন আধা চা চামচ

১১. ডিম একটি

১২. ব্রেডগাম পরিমাণমতো

১৩. সয়া সস এক চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে নুডলসকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। একটি পাত্রে তেল বাদে সব উপকরণ ভালো করে মিশিয়ে যেকোনো আকৃতির করে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে নিতে হবে। তার আগে একটি পাত্রে ডিম ফেটিয়ে নেব এবং অন্য একটি পাত্রে ব্রেডগাম নেব। এরপর আকৃতি দেওয়া নুডলসগুলোকে এক এক করে ফেটিয়ে নেওয়া ডিমে চুবিয়ে ব্রেডগামে ভালো করে গড়িয়ে নেব। এরপর একে একে তেলে ছেড়ে দেব। ব্যস, হয়ে গেল গরম গরম নুডলসের কাটলেট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুডলস কাটলেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close