অনলাইন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি, ২০২৪
শিশুদের প্রিয় হানিগ্লাস ব্যানানা
কাঁচ কলার শুক্তো, পাকা কলা, থোড়, মোচা কোনটা বাদ দেবেন? আর এমন কি গাছ আছে বলুন তো যার ল্যাজা থেকে মুড়ো গোটাটাই খেয়ে ফেলতে পারেন? শুধু তাই নয়, কলা পাতায় মুড়ে মাছের পাতুরিও কি কম সুস্বাদু? ইচ্ছে হলে কলা পাতায় ভাত খেতে পারেন, কলার ভেলায় চড়ে খানিক ঘুরেও আসতে পারেন। এমনকী, কলার খোসাও দারুণ উপকারী। কেন কলার এত নামডাক? আসলে কলার গুণ যে অসীম। এই কলা দিয়ে সহজেেই বানিয়ে নিন ‘হানিগ্লাস ব্যানানা’।
উপকরণ
মাল্টার রস পরিমাণমতো
মধু পরিমাণমতো
কলা একটি
আইসক্রিম পরিমাণমতো
চকলেট সিরাপ তিন টেবিল চামচ
বাদাম কুচি সামান্য পরিমাণ
চেরি ফল পরিমাণ মতোপ্রস্তত প্রণালি
প্রথমে একটি ফ্রাইপ্যানে মাল্টার রস দিতে হবে। এরপর মধু ও কলা দিয়ে ভালোভাবে রান্না করতে হবে।
রান্না হয়ে গেলে নামিয়ে আইসক্রিম, চকলেট সিরাপ, বাদাম কুচি ও চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের হানিগ্লাস ব্যানানা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন