reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

যেসব লক্ষণ জানিয়ে দিচ্ছে সঙ্গী আপনার জন্য উপযুক্ত নয়

ছবি : সংগৃহীত

সঠিক জীবনসঙ্গী পেলে জীবন সুন্দর হয়। আবার, সঙ্গী মনের মত না হলে আপনার জীবন নরক বানিয়ে ফেলবে। তাই আগে থেকেই তার কিছু আকার-ইঙ্গিতে দেখে বুঝে নিন, সে আপনার জন্য সঠিক কিনা। তা না হলে সারাজীবন অপমান, অসম্মান, উপেক্ষা নিয়ে আপনাকে জীবন চালিয়ে যেতে হবে।

চেষ্টার কমতি

সম্পর্ক টিকিয়ে রাখতে দুইজনেরই প্রচেষ্টা প্রয়োজন। আপনার সঙ্গীর কোনো প্রচেষ্টা না থাকলে তিনি আপনার জন্য সঠিক নন। আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে স্বীকৃতি দেওয়া না হলে এটি একটি সতর্ক সংকেত।

উপেক্ষা করে

আবেগগতভাবে বিচ্ছিন্ন বা উপেক্ষা বোধ করলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কষ্টের। তার মানে সে আপনার প্রতি সহানুভূতিশীল না। এটি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে। আপনি যদি ক্রমাগত অবহেলিত বোধ করেন তবে তিনি আপনার জন্য আদর্শ নন।

বিশ্বাস করে না

বিশ্বাস একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। যদি সে আপনাকে সবসময় সন্দেহ করে তবে সে আপনার পক্ষে নয়। যদি তিনি আপনার সিদ্ধান্তকে বিশ্বাস না করেন তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়।

সম্মান করে না

আপনি যদি মানসিক বা শারীরিকবভাবে অপব্যবহারের সম্মুখীন হন, তবে আগে থেকেই সাবধান হয়ে যান। তার মানে সে আপনাকে সম্মান করে না। এটি একটি অস্বাস্থ্যকর সম্পর্কের ইঙ্গিত। সে আপনার জন্য সঠিক নয়। সম্মানের অভাব থাকলে আপনার সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।

সমালোচনা করে

সঙ্গী যদি ক্রমাগত আপনার সমালোচনা করে তাহলে সে আপনার মূল্যকে ক্ষুণ্ন করছে। সে আপনাকে নিজের সম্পর্কে খারাপ বোধ করাচ্ছে। এটি একটি লক্ষণ যে সে আপনার জন্য সঠিক ব্যক্তি নাও হতে পারে। একটি সুস্থ সম্পর্কে সঙ্গী আপনাকে সমর্থন করবে। আপনাকে নিচে নামিয়ে দেবে না। আপনার মূল্য সম্পর্কে সন্দেহ করবে না।

অন্যদের সামনে হেয় করে

যদি আপনার সঙ্গী তার বন্ধু বা পরিবারের সামনে আপনাকে নিয়ে কৌতুক করে তবে দূরে সরে যান। এভাবে সে আপনাকে অসম্মানের সাথে নিচে ফেলে দিচ্ছে। সে আপনার জন্য সঠিক ব্যক্তি নাও হতে পারে। তিনি আপনার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করে না। সে অন্যদেরও আপনাকে অসম্মান করার সুযোগ করে দেয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সঙ্গী,উপযুক্ত সঙ্গী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close