reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

নিজেই তৈরি করুন কাজল

ছবি : সংগৃহীত

কাজল দিলে চোখের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তাই কাজল সব বয়সী নারীর পছন্দ। আমরা বাজার থেকে কাজল কিনে ব্যবহার করি। তবে চাইলেই কিন্তু সেই কাজল ঘরে বসেই বানিয়ে নেয়া সম্ভব।

যা যা লাগবে

তিলের তেল বা ঘি: ২ টেবিল চামচ

বাদাম তেল: ১ চা চামচ বাদাম তেল

ক্যাস্টর অয়েল: ১ চা চামচ

একটি ছোট ইস্পাতের বাটি

একটি সুতির কাপড়ের টুকরা

একটি মাটির প্রদীপ

যেভাবে তৈরি করবেন

তেল একটি ছোট স্টিলের বাটিতে নিয়ে নিন। এর সঙ্গে তিলের তেল বা ঘি যোগ করুন। মসৃণ না হওয়া পর্যন্ত ভালোভাবে মেশান। এর পরে মিশ্রণে ক্যাস্টর অয়েল যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাটির প্রদীপে ঢেলে দিন। এক টুকরো কাপড় সলতের মতো করে দিয়ে দিন ভেতরে। সলতের বের হওয়া অংশে আগুন ধরিয়ে দিন। উপরে রাখুন স্টিলের পাত্র। সরাসরি যেন আগুনের শিখার সংস্পর্শে না আসে পাত্র। ধীরে ধীরে পাত্রে জমতে থাকবে কাজল।

কীভাবে সংরক্ষণ করবেন কাজল

পর্যাপ্ত পরিমাণ কাজল তৈরি হয়ে গেলে একটি ছোট বায়ুরোধী পাত্রে বা কাজলদানিতে স্থানান্তর করুন। পাত্র বন্ধ করার আগে কাজলকে পুরোপুরি ঠান্ডা হতে দিন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাজল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close