reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২৪

সাদা চুল কালো করতে চান?

ছবি : সংগৃহীত

বর্তমানে কারো অল্প বয়সে আবার কারো কারো বয়সের সঙ্গে সঙ্গে প্রিয় ঝলমলে কালো চুল যখন সাদা হতে থাকে। এ কারণে কেউ কেউ মানসিক কষ্ট পান। কিন্তু আপনি চাইলেই সাদা চুল প্রাকৃতিক উপায়ে ঘরেই কালো করতে পারেন।

আসুন জেনে নেই কীভাবে সাদা চুল প্রাকৃতিক উপায়ে ঘরেই কালো করবেন।

প্রথমে কারিপাতা পিষে তাতে কালো চা মিশিয়ে নিন। কালো চায়ের জন্য, চা পাতা গরম করুন। এরপর ছেঁকে নিন ও কারিপাতা মিশিয়ে নিন।

তারপর ভালো করে চুলায় কিছুক্ষণ জ্বাল করুন। কিছুক্ষণ পর এতে সামান্য তেল মিশিয়ে চুলে লাগান। ৪৫ মিনিট রেখে তারপর চুল ধুয়ে ফেলুন।

কারি পাতা ও কালো চা ব্যবহারে চুলের রক্ত সঞ্চালন বাড়বে ও স্ক্যাল্পের উন্নতি ঘটবে। এগুলো আসলে ত্বকের ছিদ্র খুলে দেয় ও অক্সিজেন দিয়ে পুষ্টি জোগায়, যা চুলের রং উন্নত করে। এভাবে চুল কালো করতে সহায়ক।

এমনকি কারিপাতা ও কালো চা উভয়ই খুশকির সমস্যা কমাতে সহায়ক। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল যা মাথার ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকের ছিদ্রও পরিষ্কার করে।

এভাবে খুশকির সমস্যা প্রতিরোধ করে। এছাড়া উভয়ই একসঙ্গে মাথার ত্বকের চুলকানি কমায় ও মাথার ত্বক শুষ্ক হওয়া রোধ করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাদা চুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close