reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২৪

ত্বকের রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে

ছবি : সংগৃহীত

বছরের এই সময়টায় বেশ ঘোরাঘুরি করা হয়। সমুদ্র কিংবা পাহাড় ভ্রমণ শেষে ত্বক ট্যান হয়ে যাওয়ার সমস্যায় ভুগি আমরা কমবেশি অনেকেই। এছাড়া ঠিক মতো সানস্ক্রিন ব্যবহার না করার কারণেও ত্বক রোদে পুড়ে যেতে পারে। ত্বকের এই ট্যান দূর করতে পারেন ঘরোয়া উপায়েই। জেনে নিন কোন কোন উপাদান ত্বকে লাগালে দূর হবে রোদে পোড়া কালচে দাগ।

টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

বেসনের সঙ্গে মধু ও সামান্য পানি মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

ট্যান তুলতে ব্যবহার করতে পারেন টমেটো। টমেটো স্লাইস করে কেটে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

আধা চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১ চা চামচ বেসন ও ২ চা চামচ তরল দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপে চটকে ঠান্ডা দুধ ও মধু মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

শসা ব্লেন্ড করে রস বের করে নিন। তুলা টুকরো রসে ডুবিয়ে চেপে চেপে লাগান ত্বকে।

স্ট্রবেরি ব্লেন্ড করে দুধ মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আলু ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস তুলার সাহায্যে সরাসরি ত্বকে লাগান। ১৫ মিন্তি পর ধুয়ে ফেলুন।

টক দই ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। চাইলে কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্বকের রোদে পোড়া দাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close