reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৩

স্বামী চাকরি থেকে হঠাৎ ছাঁটাই হলে যা করবেন

ছবি : সংগৃহীত

বেসরকারি প্রতিষ্ঠানে কথায় কথায় চাকরি চলে যায়। এ ছাড়া বর্তমানে পৃথিবীর অর্থনীতি ভালো অবস্থানে নেই। নামকরা বড় বড় প্রতিষ্ঠানে চলছে গণছাঁটাই। এই অবস্থার সঙ্গে লড়াই করা কিন্তু সহজ কাজ নয়। এমন অবস্থায় মানুষ ভেঙে পড়ে। আপনার সঙ্গেও যদি এমন হয়, যদি আপনার স্বামীর চাকরি চলে যায় তাহলে কী করবেন? সময়টা কঠিন। তবে নিজেদের ওপর ভরসা রাখুন। আরেকটি চাকরি হয়তো পেয়ে যাবে, তবে এর মাঝে নিজেকে ভালো রাখতে হবে।

১. মনের জোর বাড়াতে হবে

​স্বামী এখন খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। খারাপ সময়টাও কেটে যাবে অনায়াসে। শুধু সময়ের অপেক্ষা। তাই তার পাশে থাকুন। মনের জোর বাড়াতে সাহায্য করুন। এই সাহস জোগান।

২. আপনি কি চাকরি করেন

আপনি নিজে চাকরি করলে পাশে থাকাটা খুব সহজ হয়ে যায়। চিন্তা করতে মানা করুন। আপনার টাকাতেই যে চলে যাবে, এটা বুঝিয়ে বলুন।

৩. খরচ কমান

এই সময়টা খুবই সংকটময়। তাই চেষ্টা করুন একটু খরচে লাগাম টানার।

৪. তাকে তৈরি হতে বলুন

একটা চাকরি গিয়েছে মানে জীবন শেষ নয়। এ নিয়ে অহেতুক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে বলুন। বরং স্বামী যাতে চাকরির প্রস্তুতি নিতে পারে সেদিকে খেয়াল করুন।

৫. অবসাদ থেকে তুলে আনতে হবে

সংসার একটা বিরাট খরচ। এটা নিয়ে চিন্তা তো হবেই। তাই অবসাদ থেকে তাকে তুলে আনতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাকরি,স্বামী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close