reporterঅনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি, ২০২৩

খন্দকার মাহবুবের স্মরণে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

প্রখ্যাত ফৌজদারি আইনজ্ঞ মরহুম খন্দকার মাহবুব হোসেনের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট বারের চার বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের স্মরণে আজ আপিল বিভাগ ১১টার পর থেকে এবং হাইকোর্ট বিভাগ ১টার পর বন্ধ থাকবে। সোমবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্ত থেকে এই তথ্য জানা গেছে।

এদিকে রবিবার (১ জানুয়ারি) বিকেলে সিনিয়র এই আইনজীবীর জানাজা নামাজের আগে এই ঘোষণা দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চার বারের সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার কোর্টের দ্বিতীয়ার্ধে (দুপুর ১টার পর) বিচারকাজ বন্ধ থাকবে।

গত ৩১ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিনিয়র এই আইনজীবী।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপ্রিম কোর্ট,খন্দকার মাহবুব হোসেন,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close