গাজীপুর প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২১

‘শিশু’বক্তা রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ‘শিশু’ বক্তা রফিকুল ইসলামকে (২৬) কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন।

গাজীপুরের মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর জানান, বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলামকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে গেল রাতে র‌্যাবের নায়েক সুবেদার (ডিএডি) আবদুল খালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলামের রিরুদ্ধে গাজীপুর মেট্টোপলিটন থানার গাছা মামলা দায়ের করেন। বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব।

পিডিএসও/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হেফাজত,আন্দোলন,ডিজিটাল নিরাপত্তা আইন,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close