reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২৪

২৯ তলা ভবন থেকে লাফ দিয়ে বেস জাম্পার নিহত 

থাইল্যান্ডের পাতায়ার ২৯ তলা এক ভবন থেকে লাফ দিয়ে মারা গেলে এক ব্রিটিশ বেস (বিএএসই) জাম্পার। ওই ভবন থেকে লাফ দেওয়ার পর প্যারাসুট খুলতে ব্যর্থ হন তিনি।

৩৩ বছর বয়সী ওই বেস জাম্পারের নাম নাথি ওডিসন, তিনি ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ শহরের হান্টিংটনের বাসিন্দা।

ভবনের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন ওডিসন ভবন বাইরে তার গাড়ি পার্ক করে বিল্ডিংয়ের ভতরে ঢুকে পড়েন এবং নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে ছাদে উঠে লাফ দেয় কিন্তু প্যারাসুট খুলতে ব্যর্থ হলে প্রথমে পাশের একটি গাছে এবং পরে মাটিতে আছড়ে পরেন।

পাতায়া পুলিশ স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে নাথি ওডিসন মরদেহ উদ্ধার করে।

ওই ভবনের এক নিরাপত্তাকর্মী জানান ওডিসন এই ভবন থেকে আগেও বেশ কয়েকবার লাফ দিয়েছেন যার কারণে তারা ভবনের সামনের পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন।

এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এক জন ডেপুটি ইন্সপেক্টর জানান, ওডিসন বন্ধুকে এই ঘটনায় আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে। তার করা ভিডিও প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং ওডিসনের প্যারাসুটটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিএএসই জাম্পিং এক ধরনের প্যারাস্যুট জাম্পিং। প্যারাস্যুট পরে জাম্পাররা উঁচু স্থান থেকে লাফ দেওয়ার খেলা এটি। বিএএসই মানে হল বিল্ডিং, অ্যান্টেনা, স্প্যান, আর্থ। এসব এলাকা থেকে প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়ার নাম বিএএসই জাম্প।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close