reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২৪

আইওয়া অঙ্গরাজ্য

নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে জিতলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে দেশটির আইওয়া ককাস অঙ্গরাজ্যে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ফ্রন্টরানার হিসেবে তার অবস্থান আরো দৃঢ় হলো। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় সময় সোমবার রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন।

জয়লাভের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ট্রুথে লেখেন, ‘ধন্যবাদ আইওয়া। আমি সবাইকে ভালোবাসি।’

আইওয়াই প্রথম রাজ্য, যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে রিপাবলিকান ভোটাররা তাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো ভোটগ্রহণ চলছে। মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন।

দেশটিতে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতাপ্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন ট্রাম্প।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইওয়া অঙ্গরাজ্য,ট্রাম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close