reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে চারটা পাঁচ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর বিএমজিকে জানিয়েছে, বানতেন প্রদেশ থেকে ৫২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী জাকার্তায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ওয়েস্ট জাভা ও সুমাত্রার লামপাংয়ে কম্পন অনুভূত হয়েছে।

জাকার্তার বাসিন্দা ৩৮ বছরের অ্যানি বলেন, আমি অনেক ভয় পেয়েছিলাম, হঠাৎ করে কম্পন শুরু হলো এবং এটি অনেক শক্তিশালী ছিল।’

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছরের ডিসেম্বরে দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইন্দোনেশিয়া,ভূমিকম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close