
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
সড়ক দুর্ঘটনা : দক্ষিণ আফ্রিকায় আহত বাংলাদেশির মৃত্যু

মৃত ব্যক্তির প্রতীকী ছবি। গেটি ইমেজ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশির একজন ফেনীর দাগনভূঁঞার আনিছুর ইসলাম মিলন (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি মারা যান।
নিহত আনিছুর ইসলাম মিলন ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতভূইয়া ইউনিয়নের রামান্দপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গেল ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন নিহত এবং দুজন আহত হন।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন