reporterঅনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট, ২০২২

ইরাক প্রবাসী‌দের জন‌্য হটলাইন নম্বর চালু

ইরাকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়াতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করেছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। পাশাপা‌শি প্রবাসীদের সহযোগিতা করতে পাঁচ‌টি হটলাইন নম্বর চালু করেছে দূতাবাস।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাগদাদের বাংলাদেশ দূতাবাসের ভে‌রিফা‌ইড ফেসবু‌কে এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হয়।

বার্তায় বলা হয়, ইরাক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করা এবং যেকোনো প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের নিম্নবর্ণিত হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো—০৭৭২৯০০৪০১০, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮২৭৮৮৩৬৮০।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হটলাইন নম্বর,ইরাক প্রবাসী‌,বাংলাদেশ দূতাবাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close