reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২১

ইতালিতে একদিনে ৩ বাংলাদেশির মৃত্যু

ইতালিতে একদিনে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন—শাহারুল আলম সাগর (২৮), গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)। তিন বাংলাদেশির মধ্যে দুজন করোনায় ও ছিদ্দিক নামের অপর এক বাংলাদেশি ব্রেন স্টোকে মারা যান। 

তিন বাংলাদেশির মধ্যে সাগরের বন্ধুর বরাত দিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইতালি প্রবাসী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে যান তিনি।

ইতালি প্রবাসী সোহাগ খান জানান, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গোলাম মোস্তফা স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান।

অপরদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্টোকে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সাগরের বাড়ি কুমিল্লা, মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ ও ছিদ্দিকের বাড়ি নরসিংদীর রায়পুর থানায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি প্রবাসী,বাংলাদেশির মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close