reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহে সব রুটে বাস বন্ধ

ফাইল ছবি

ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে বাস মালিকরা।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির মহাসচিব মাহবুব আলম বলেন, বিআরটিসির বাস বন্ধ করা আমাদের প্রধান দাবি। যতক্ষণ না তা বন্ধ হচ্ছে আমরা বাস চালাব না। বিষয়টি সমাধানের জন্য গতকাল রাতে জেলা প্রশাসকের পরিবহন মালিকরা বসে ছিলাম কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত অব্যাহত রয়েছে। আমাদের দাবি দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।

সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দেখা গেছে, রেলস্টেশনে চাপ বেড়েছে। কয়েকগুণ ভাড়া দিয়ে অটোরিকশাতেও সড়ক পথে যাতায়াত করছে যাত্রীরা।

মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজমোড়ে আবুল হোসেন ও নাহিদ নামে দুই শ্রমিক জানান, বিআরটিসি বাস চালুর পর থেকে তাদের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। তাই মালিকরা ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিআরটিসির বাসের কারণে বেসরকারি বাসমালিকদের যেমন খুশি ভাড়া নেওয়ার সুযোগ নষ্ট হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাস,ময়মনসিংহ,দুর্ভোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close