reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০১৯

ধর্মঘটে মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

নৌযান শ্রমিকদের ধর্মঘটে খুলনা ও মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

১১ দফা দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের এ ধর্মঘটে খুলনার বিআইডব্লিউটিএর ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট এবং রুজভেল্ট জেটিতে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস করা হয়নি।

ধর্মঘটের কারণে খুলনা লঞ্চঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি বা আসেনি। মোংলা বন্দর থেকে নিকটবর্তী বিভিন্ন ঘাটে নৌযান চলাচল করছে না।

ধর্মঘটের ফলে মাদার ভেসেল থেকে পণ্য বন্দরের জেটিতে আনা-নেওয়া এবং বন্দর থেকে নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন বন্ধ রয়েছে। বিশেষ করে মোংলা বন্দরে ধর্মঘটের কারণে এখান থেকে সারা দেশে প্রধানত নদীপথে পণ্য পরিবহন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

এদিকে, ধর্মঘটের ফলে মোংলা বন্দরে অবস্থানরত আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌযান শ্রমিক,ধর্মঘট,মোংলা বন্দর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close