আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৯

সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু

সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়েছেন দীর্ঘ সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে ছেড়ে দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

নেতানিয়াহু এক দশক ধরে ক্ষমতায় থাকলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্টসের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও পরিষ্কারভাবে কোনো দলই জয় পায়নি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে গান্টসের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন, নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২ আসন পায়। অন্য দলের মধ্যে কট্টরপন্থিরা ১৬টি, জয়েন্ট লিস্ট ১৩টি, ডানপন্থি ইসরায়েল বেইতেনু আটটি, ইয়ামিনা সাতটি, লেবার গেশার ছয়টি ও ডেমোক্রেটিক ক্যাম্প পাঁচটি আসন পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close