reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৭

কর্মকর্তাদের অনৈতিক আয় থেকে সতর্ক করলেন দুদক চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের অনৈতিক আয় না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ । বুধবার ঢাকায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এনবিআর আয়োজিত ‘শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক’ সেমিনারে ইকবাল মাহমুদ এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এই দুই সংস্থার কোনো কর্মকর্তা যদি অনৈতিক আয় করে আটক বা গ্রেপ্তার হন, তাহলে কষ্ট পাই। জনগণের করের টাকায় আপনারা বেতন পান। এনবিআর রাষ্ট্রের রক্ত। তাই দুদক ও এনবিআরের কর্মকর্তাদের মধ্যে যদি অনৈতিকতা থাকে, তবে সেটা দেশের জন্য মারাত্মক সমস্যা।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

ইকবাল মাহমুদ বলেন, দুদক ও এনবিআরের অনেক কর্মকর্তার সম্পর্কে মানুষের খারাপ ধারণা আছে। এখন সময় সত্য বলার। তাই এ ধারণা থেকে মানুষকে বের করে নিয়ে আসার দায়িত্ব কর্মকর্তাদেরই পালন করতে হবে। আমলাতন্ত্র দুর্নীতিমুক্ত থাকলে দেশে দুর্নীতি দ্রুত রোধ করা সম্ভব হয় বলে তিনি মন্তব্য করেন।

দুর্নীতি নির্মূলে রাজস্ব কর্মকর্তাদের দুদককে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে দুদক প্রধান বলেন, ‘টাকা বাতাসে উড়ে বেড়ায়। জুয়ার টাকা কোথা থেকে আসে। নিজেরা সতর্ক হই। সময় এসেছে আর কাউকে ছাড় না দেওয়ার। অবৈধ আয় যাতে কেউ করতে না পারে, সে জন্য এনবিআরের সহযোগিতা চাই, উদ্যোগ চাই, কর্মদক্ষতার উন্নয়ন চাই।’

ইকবাল মাহমুদ এনবিআরকে দেশের ধনী-গরিবের এবং গ্রাম-শহরের বৈষম্য কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘এসব বৈষম্য রাষ্ট্রের জন্য বড় সমস্যা। এই বড় সমস্যা সমাধানে সঠিকভাবে কর আদায়ের মাধ্যমে এনবিআরকেই দায়িত্ব পালন করতে হবে।’ তিনি বলেন, অনেকে লেক্সাস ও বিএমডব্লিউ গাড়ি চালান কিন্তু ট্যাক্স দেন মাত্র এক-দুই লাখ টাকা। এটা হতেই পারে না।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist