reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০১৮

‘নির্বাচন যখন উৎসব মুখর হয়, তখন বিএনপির খারাপ লাগে’

নির্বাচন যখন উৎসব মুখর হয়, তখন বিএনপির খারাপ লাগে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচালে বিএনপি ষড়যন্ত্র করার অপচেষ্টা করলে তা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভার শুরুতে বক্তব্য দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী যে কোনো সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে জনগণকে সোচ্চার থাকতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তারা যেহেতু নির্বাচনে আসবে বলে ঘোষণা দিয়েছে তাই নির্বাচন যাতে হয় সেটাই চেষ্টা করতে, অন্তত নির্বাচন বানচালের চেষ্টা যাতে না করে। এ চক্রান্ত তারা ২০১৪ সালে করেছে কিন্তু সফলতা পায়নি, আগামীতেও পাবে না কারণ জনগণ আমাদের সাথে রয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণ চায় নির্বাচন, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিয়ে তাদের মনের মতো সরকার গঠন করতে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে তাতে আমরা আশাবাদী আগামীতে জনগণ আবারও আওয়ামী লীগকে জনগণের ভোটে নির্বাচিত হবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,উৎসব মুখর,বিএনপি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close