অনুমতি ছাড়া ভারতীয় জলসীমায় চীনা নৌযান
ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবির সিং দাবি করেছেন, সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপের কাছে ভারতীয় জলসীমা থেকে একটি চীনা গবেষণা জাহাজকে বিতাড়িত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, চীনা নৌযানটি অনুমতি ছাড়াই ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল। হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
আজ ৪ ডিসেম্বর ভারতের নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল বলেন, আমাদের অবস্থান হলো আমাদের এক্সক্লুসিভ ইকনোমিক জোনে (ইইজেড) যদি আপনারা কিছু করতে চান তাহলে আমাদের অবহিত করতে হবে।
জাতিসংঘের সমুদ্র আইন নিয়ে কনভেনশনে বলা হয়েছে, যে কোনও দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমার দাবিদার ওই সংশ্লিষ্ট দেশ। ওই এলাকায় দেশটির সার্বভৌম অধিকার থাকবে এবং খনিজসম্পদ আহরণ ও অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালাতে পারবে।
সেপ্টেম্বরে চীনা নৌযান শি ইয়ান ১-কে ব্লেয়ার বন্দরের কাছে কর্মকাণ্ড চালাতে দেখা যায়। পরে ওই নৌযানকে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। ভারতীয় নৌবাহিনীর প্রধান বলেন, ভারত মহাসাগরে চীনের উপত্থিতির তথ্য রাখা হচ্ছে। গভীর সমুদ্রে খননের অনুমতি পেয়েছে চীন। দেশটির গবেষণা যানগুলো ভারত মহাসাগর অঞ্চলে রয়েছে। যে কোনও সময় অঞ্চলটিতে সাত থেকে আটটি চীনা নৌযানের উপস্থিতি থাকছে।
আগামী বছর বহুদেশীয় সামুদ্রিক মহড়া আয়োজন করছে ভারত। এতে ৪১টি দেশ অংশগ্রহণ করবে। তবে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। সমমনা দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে অ্যাডমিরাল বলেন, চীনের নৌবাহিনীর সঙ্গে মহড়ার কোনও অবস্থা তৈরি হয়নি। অন্য দেশগুলোর সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো।
পিডিএসও/তাজ