বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

বীরগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের ডিম বিক্রি

ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বীরগঞ্জে বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে এবং বেইস মিতালি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে ডিম বিক্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ওসমান গনি, বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক গৌরাঙ্গ চক্রবর্তী, হিসাব রক্ষক আবজারুল রহমান সহ অনেকে।

ডিম নিতে আসা ভোক্তরা জানান, স্বল্প মূল্যে এখানে ডিম পাওয়া যায়। সরকারের নির্ধারিত স্বল্প দামের ডিম পাওয়া যায়, মাঝারি সাইজের ডিম ১১ টাকা ২৫ পয়সা টাকা বড় সাইজের ১১ টাকা ৭৫ পয়সা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুরের বীরগঞ্জ,উপজেলা প্রাণীসম্পদ দপ্তর,নির্ধারিত দামে ডিম বিক্রি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close