নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

  নারায়ণগঞ্জে অভিযোগ

নৈশ্যপ্রহরীকে তিন দিন গ্যারেজে আটকে রেখে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গ্যারেজ থেকে অটোরিকশা চুরির ঘটনা কেন্দ্র করে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক নৈশ্যপ্রহরীকে তিন দিন আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে। অটোরিকশা গ্যারেজ মালিক আক্তার হোসেন ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে নৈশ্যপ্রহরীর স্বজনরা। আজ রবিবার সকালে উপজেলার জহরপুর এলাকায় অটোরিকশা গ্যারেজ থেকে সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, আটকের বিষয়টি পুলিশকে জানালেও ঘটনাস্থল গিয়ে সিরাজুলকে উদ্ধার না করে চলে যায়।

নৈশপ্রহরী সিরাজুল ইসলাম উপজেলার মুছাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা মুছাপুর ইউনিয়নের জহরপুর এলাকার আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে নৈশ্যপ্রহরী হিসেবে কাজ করতেন। ওই এলাকায় গিয়ে গ্যারেজ মালিক আক্তার হোসেন ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর তারা গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। মোবাইল ফোনে যোগাযোগের একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।


* গ্যারেজ থেকে অটোরিকশা চুরির ঘটনায় আটকে সিরাজুলকে আটক রাখেন মালিক ও স্থানীয় ইউপি সদস্য

* আটকের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সিরাজুলকে উদ্ধার না করে চলে যায় পুলিশ।

* পুলিশের দাবি, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই, ফাঁস দিয়ে আত্মহত্যার সন্দেহ


এর আগে বৃহস্পতিবার আক্তার ও তার লোকজন তাকে অটোরিকশা গ্যারেজে বেঁধে রাখে। এরপর থেকে নির্যাতন করে আসছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তাদের অভিযোগ, আটকের বিষয়টি থানায় জানানোর ঘটনাস্থল গিয়েও সিরাজুলকে উদ্ধার না করে চলে যায় পুলিশ। তারা যদি তাকে উদ্ধার করে নিয়ে আসত, তাহলে নির্মম নির্যাতনের শিকার হয়ে সিরাজের মৃত্যু হত না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তবে পুলিশ বলছে, অভিযোগটি সত্য নয়। সিরাজুল ইসলামের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার জহরপুর এলাকার আক্তার হোসেনের অটোরিকশা গ্যারেজে নৈশ্যপ্রহরী হিসেবে কাজ করতেন পার্শ্ববর্তী মুছাপুর গ্রামের বৃদ্ধ সিরাজুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাতে ওই গ্যারেজ থেকে ৬টি অটোরিকশা নিয়ে সংঘবদ্ধ একটি চোরের দল। এ ঘটনার জের ধরে সিরাজকে তিন দিন যাবৎ গ্যারেজে আটক করে বেঁধে নির্যাতন চালায় গ্যারেজ মালিক আক্তার, তার ছেলে অর্ণপ, মহিন, রাজু ও ৬ অটোরিকশা চালক। নির্যাতনের একপর্যায়ে শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ খবর পেয়ে রবিবার সকালে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সিরাজের ছেলে ইউসুফ ও মেয়ে শিল্পী জানান, চুরির ঘটনার পর গত শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্যারেজ মালিক আক্তার ও মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু মেম্বার বিচারের কথা বলে তাদের বাবাকে গ্যারেজে আটকে রাখেন।

পরে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন তারা। রাত আড়াইটার দিকে সিরাজুল তাদের সঙ্গে কথা বলবে বলে আক্তার বাড়িতে খবর পাঠায়। পরে উপস্থিত হয়ে দেখেন তাদের লাশ গ্যারেজের ভেতরে পড়ে আছে। পুলিশের দায়িত্ব অবহেলার কারণে তাদের বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তারা এই হত্যার বিচার চান।

দায়িত্ব অবহেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নৈশ্যপ্রহরী সিরাজের স্বজনদের অভিযোগ সত্য নয়। এর আগে আটকের ঘটনায় কেউ কোনো অভিযোগও করেননি। মরদেহ উদ্ধারের পর সুরতহালের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।’

ওসি তরিকুল আরো বললেন, সিরাজুল মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,নৈশ্যপ্রহরী,পিটিয়ে হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close