গাজীপুর প্রতিনিধি
ছাত্র আন্দোলনে হত্যা
কোনাবাড়ী থানা আওয়ামীলীগ সভাপতি ও সহসভাপতি গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মো. আব্দুর রহমান মাস্টার (৪৯) ও সহ-সভাপতি মো. আনিছুর রহমান মাস্টারকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ অক্টোবর) র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে দমানোর জন্য দেশব্যাপি অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ পরোচনায় ছাত্র জনতার উপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করার ভিডিও ফুটেজ এবং এজাহারের কপি পর্যালোচনার করে আসামী সনাক্ত করা হয়। তাদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুর রহমান মাস্টার ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে উত্তরার সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। এছাড়া কক্সবাজার পালানোর সময় উত্তরা থেকে একই থানা কমিটির সহসভাপতি আনিছুর রহমান মাস্টারকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে র্যাব কর্মকর্তা জানান।
পিডিএস/এমএইউ