মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

মঠবাড়িয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা  

ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।শনিবার (২৫ মে) বিকেলে এ কর্মশালা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের আয়োজনে গত বুধবার থেকে পৌর শহরের কে এম লতীফ ইনস্টিটিউশনে চারদিনের এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ প্রশিক্ষণ কর্মশালা ২ হাজার ২০০ প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন জানান, কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা উপজেলার ৮৮টি ভোট কেন্দ্রের প্রায় ৬৭০টি বুথে ভোটারদের ভোট গ্রহণ করবেন। প্রতিটি বুথে ভোট গ্রহনের জন্য একটি করে ইভিএম মেশিন থাকবে। অতিরিক্ত কিছু মেশিন রিজার্ভ থাকবে, যদি কোনো মেশিনে ত্রুটি দেখা দেয় তার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, আগামী ২৯ মে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণসহ সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুরের মঠবাড়িয়া,ভোট গ্রহণ কর্মকর্তা,প্রশিক্ষণ কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close