দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৪ মে, ২০২৪

পূর্ব বিরোধের জের

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় বড় ভাই খুন, আহত ছোট ভাই

ছবি: প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তারই ছোট ভাই মাসুম মিয়া (১৭)। শুক্রবার (২৪ মে) সকালে মাসরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। মাসরুল ও মাসুম উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে নাঈম ও রায়হান তারা দুই ভাই চুরি দিয়ে অতর্কিতভাবে মাসরুলকে আঘাত করে পরে মাসুমকে। এ ঘটনার পর পালিয়ে যায় তারা। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মাসরুলের বাবা চাঁন মিয়া বলেন, ‘আমার ছেলেরে মারছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম, তারা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল এরপর তা মীমাংসাও হয়েছিল। আমি আমার ছেলের খুনের বিচার চাই।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,দুর্গাপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close