নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ

নান্দাইলে যানজট নিরসনে শুরু অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের নান্দাইলে গোলচত্বরে রাস্তার পাশে দখলকারিরা নিজ উদ্যোগে দোকানঘর সরিয়ে নিচ্ছেন।-প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের নান্দাইলে যানজট নিরসনে রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব. আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি। এতে যানজট কমতে শুরু করেছে বলে জানায় স্থানীয়রা।

সম্প্রতি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার কানারামপুর নামক স্থানে সড়ক ও সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়।

জানা গেছে, ওই স্থানে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ সহ বাজার বসিয়ে স্থানীয় লোকজন সুবিধা ভোগ করে আসছিল। ফলে যানজট সৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হত যানবাহন চালক ও যাত্রীদেরকে। পরিকল্পনা মন্ত্রীর নির্দেশনায় নান্দাইল ইউএনও অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ ও নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংসু বিকাশ সরকার অবৈধ দখলদারগণকে তাদের স্থাপনা উঠাতে কয়েকদিনের সময় দেন। পরে একে একে তাদের স্থাপনা নিজ দায়িত্বে নিজেরাই সরিয়ে নিচ্ছেন। উচ্ছেদ এর সময় সরকারের ৯০ শতক সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চৌরাস্তার কেন্দুয়া মোড়ে রাস্তার দুইপাশে ও কিশোরগঞ্জ-নান্দাইল মোড়ে রাস্তা ঘেষে থাকা অবৈধ স্থাপনাগুলো (দোকানপাট) অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, উচ্ছেদ এর ফলে যানযট কিছুটা করতে শুরু করেছে।

নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ভবিষ্যতে সরকারি জায়গায় দোকানপাট নির্মাণ করে দখল করতে না পারে সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। একইসঙ্গে চৌরাস্তা গোল চত্বরে নান্দাইলের শতবর্ষী স্মারক স্বরূপ দৃষ্টি নন্দন টাওয়ার নির্মাণের দাবি জানান তিনি।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি নান্দাইল চৌরাস্তা যানজটের সৃষ্টি হবে না।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহের নান্দাইল,অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close