রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জে 

প্রশাসনের অভিযানে শতাধিক অবৈধ দোকান-পাট উচ্ছেদ 

ছবি: প্রতিদিনের সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা ও দোকান-পাট উচ্ছেদ করে মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে মাঠে নেমেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা-পুলিশ, ভূলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলী আশরাফ মোল্লা, জনপ্রতিনিধিসহ মার্কেট ও বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভূলতা, গাউছিয়া, গোলাকান্দাইল এলাকায় মহাসড়ক দখলকারীদের বিষয় তুলে ধরা হয়। পরে অভিযানে মহাসড়কে থাকা সবজি, ফল, কাপড়, মাছসহ নানা ধরনের শতাধিক দোকান-পাট উচ্ছেদ করে এবং উপজেলা প্রশাসন সব ব্যবসায়ীদের ১ সপ্তাহের মধ্যে দোকান-পাট ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,রূপগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close