নোয়াখালী প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘরের দায়িত্ব নিলেন নোয়াখালীর এসপি 

ছবি: প্রতিদিনের সংবাদ

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘরের দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল রবিবার বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী রেজিয়া বেগমের (৭৮) জরাজীর্ণ ঘরে বাসের খবর পেয়ে সেখানে যান তিনি।

এ সময় তিনি শীতের উপহার ও নগদ অর্থ বৃদ্ধা রেজিয়া বেগমের হাতে তুলে দেন এবং ঘর নির্মাণের দায়িত্ব নেন। পাশাপাশি মৃত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের কবর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। এমন খবরে বৃদ্ধা রেজিয়া বেগম ও তার পরিবারের সবাই খুশি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, ডিআইওয়ান মো. মোস্তাফিজুর রহমান, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি, কাদির হানিফ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিমসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,ইউএনও,বীর মুক্তযোদ্ধা,স্ত্রী,ঘর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close