reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও দারাজের চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল মঙ্গলবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আবদুল আজিজ এবং দারাজের চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদাল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও এস এম মঈনুদ্দীন চৌধুরী ডকুমেন্ট হস্তান্তর করেন। উক্ত চুক্তির ফলে দারাজ তার গ্রাহকদের অর্থাৎ পণ্য সরবরাহকারীদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক হিসাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকে না গিয়ে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত প্রদান করতে পারবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক ডিজিটাল সিস্টেমে ইএফটি/আরটিজিএসের মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকে অবস্থিত দারাজের গ্রাহকদের অর্থ দ্রুতু, নির্ভুল ও সহজতরভাবে প্রদান করা যাবে। উক্ত ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানসমূহ তাদের চাহিদা মোতাবেক ব্যাংকিং সেবা সশরীরে ব্যাংকে না এসে তাদের নিজ নিজ কার্যালয় হতেই গ্রহণ করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close