reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

আমিরুল হাছান

কেজির পাথর মূল্যহীন

প্রশ্নের জিজ্ঞাসায় বাতাসে উত্তর দাও।

সংগ্রাম যাদের সঙ্গী তাদের কাছে কেজির পাথর মূূল্যহীন

তোমাদের মনের ঝুড়িতে বিষাক্ত কাচের খণ্ড

রক্তে চুমু দাও আর জন্ম দাও নিজ শয়তানকে

জন্ম দিয়ে নিজ আত্মার পথকে জ্যোতিষ বানাও।

আমিও দুরন্ত উড়ন্ত মনে মাধ্যমের মধ্যম হবো না

প্রশংসা থেকে প্রশ্ন হবো না

গভীরে রয়ে যাবে ক্লান্তির ক্লান্ততা

সত্যের পথে লাল পতাকা উড়বে অপেক্ষা করো;

তোমার কালো মনে কালনাগিনের জলসা বানাব

না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তোমাকে বোঝাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close