reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

ইলিয়াস ফারুকী

ব্যথা

রাতটা সজাগ হয়ে কাটাই বৃত্তহীন সিন্ধুতে,

শানাইয়ের অহল্যা সুরে বাজে কাহারবা রাগ বিন্দুতে

তালে তালে হীমবাহ ভেঙে পড়ে সূর্যের আলোকপথে,

তবুও অজানা তাপ কাটে না

করুণ সুরে আবেগ গলে গলে পড়ে।

চোখের জলও উপস্থিতি ঘোষণা করে না,

মূর্খতা হৃদয়ে নিংড়ে ছিঁড়ে নেয় ডানা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close