reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

নিজাম বিশ্বাস

একটা শীত দিও কুয়াশাসমেত

তাপদাহ, মুষলধারা কি শৈত্য- একই লাগে

সময়, তোমায় ছাড়া একই রকম স্থবির

মন্থর- ঝিঁঝিডাকা আত্মহত্যাপ্রবণ-

কোনো এক রোদজ্বলা দিনে তুমি হুটহাট

চলে এস বৃষ্টি মাথায় নিয়ে,

পৃথিবীর সব মেঘ ঝরালে শেষে

আমরা ভাসব ফের কাগজের নৌকায়

তুমি ছাড়া সব একই রকম- সমতল,

এই চেনা শহরের ল্যান্ডস্ক্যাপ ধূধূ বালুচর,

পৃথিবীর সবচেয়ে তীব্র নেশার ঘোরের মতো

লেগে আছে চোখে, চোখ ঘুমাবে না আর-

তুমি ঘুম নিয়ে চুপিসারে আসো এক দিন

রিপ ভ্যান উইঙ্কলের মতো আমি ঘুমাতে চাই

আমাকে একটা শীত দিও, কুয়াশাসমেত-

চিমনির ধোঁয়ালাগা শীতলক্ষার পাড়ে

একটা শীতের সকাল আমাকে দিও,

শিশিরের মতো চুপ করে

আমি বসে থাকব তোমার ঠোঁটের ওপর,

তুমিও ক্ষণিক চুপ করে থেকো,

অনেক কথার সিঁড়ি আমরা পেরিয়ে গেছি...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close