reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

মঈন মুরসালিন

অনিশ্চিত সময়ের পথে

আজ প্রাপ্তবয়স্কা চাঁদের ষোলোকলা পূর্ণ হবে

আমি উদাসীন সুগন্ধি মোমের আলোয়-

লোভী মানুষের মিথ্যে চোখগুলো যখন

আলোর প্রশ্বস্তি গায়, সেই গানের কোলাহলে

অভিমান করে বাতাস-

কালো মলাটের মধ্য থেকে সাদা পাতাগুলো

কেঁপে কেঁপে উঠে মন খারাপের উদাহরণ হয়ে।

ভেজা বাতাস চুম্বন করে আপাদমস্তক

রাতের সেবিকা মৃত্যুর বান্ধবী ইশারায় ডাকে।

যুবতী চাঁদের আঁচল খসে পড়ার সময় হয়েছে

ভাতের গন্ধের মতো সকালের আহ্বান

আমি হাঁটতে শুরু করেছি অনিশ্চিত সময়ের পথে...।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close