reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

কাজল রশীদ শাহীন

মা

(খোদেজা খানম আমাদের মা, আমার বিশ্বব্রহ্মাণ্ড)

মেঘের সঙ্গে দেখা হয় না অনেক দিন

অথচ থাকে আমার সঙ্গেই

চব্বিশ ঘণ্টায় সাত দিন

আমি তারে চিনিতে পারি না

আমারে সে দেয় না চেনা

আহা! এইভাবে

অচেনা থেকে যায় কত কিছু

অধরা থাকে পৃথিবীর রূপ রস রহস্য

মা আমার সঙ্গে থাকে, অথচ

কত দিন দেখা হয় না মায়ের সঙ্গে

কপালে আঁকা হয় না চুমুর রেখা

মায়েরা বড় হতে হতে

বড় হতে হতে, শূন্য হয়

আকার-সাকার-নিরাকারের খেলায়

শূন্য মাঝারে আসে-যায়-আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close