reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

হেলাল আনওয়ার

আরিক্ত কোলাহল

তোমাকে আর দৌড়াতে হবে না সখি।

যৌবনের চৌকাঠ এখন বেশ ঘুণে ধরা।

চারপাশে ঘুগরা পোকারা কিলবিল করছে অনবরত।

তোমাকে পাবার আশায়।

সেই অপরূপা দেহখান এখন আর

আগের মতো কথা শোনে না

গিজগিজ করে না লাল রঙের স্বাস্থ্যবান তেলাপোকা।

এখন তো ঘুমাবার সময়।

মনপুরিতে বেজে চলে পাগলাঘণ্টা

ঘণ্টার তালে তালে এগিয়ে আসে

সফেদ পালকি।

পালকি কাঁধে অশ্রুধারা শোকার্ত নদী

বনকুটিরে প্রস্তুত ক্ষুধিত কীট

ডোমচিল তার প্রশস্ত ডানা নেড়ে

বেয়ারাকে বলে দেয় এবার নামাও।

তারপর অনড়, স্থির আরিক্ত কোলাহল

অন্ধকার কেবলই অন্ধকার

স্মৃতির পেইন্টিংগুলো অস্পষ্ট

ঝাপসা চোখে শুধু বেদনার গান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close