ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ঢাকার ধামরাইয়ে সিএনজি ফিলিং স্টেশনে একটি মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে মো. ফারুক হোসেন (৫০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টায় ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পূর্বপাশে সিএনজি ফিলিং স্টেশনে এমন ঘটনাটি ঘটে।

নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হায়েস মাইক্রোবাসে দুপুর ১২টায় গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের মালিক ফারুক হোসেন মৃত্যুবরণ করেন। ধামরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির আহমেদ এই বিষয়ে জানান, মাইক্রোবাসটি গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফারুক হোসেন মারা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হায়ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close