প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ মে, ২০২৪

বিজয় রাকিন সিটিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চায় ৮ সংগঠন

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি আবুল হাসান কামাল, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মো. আবদুল জাব্বার, ন্যাপ ভাসানী সভাপতি আবদুল হাই সরকার, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের সভাপতি ফাতেমা খাতুন, গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি হুমায়ুন কবির যৌথভাবে এক বিবৃতিতে বলেছেন, বিজয় রাকিন সিটিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ স্থগিত করার নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ জানিয়ে এ নেতারা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদ, ৫ লাখ মা বোনের সম্ভ্রমহানি করে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারণ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় রাকিন সিটির গেটে স্থাপন করতে হবে। এই ভাস্কর্য যারা নির্মাণ করতে চায়না তারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না। বিবৃতি দাতারা বলেন বিজয় রাকিন সিটিতের ভাস্কর্য নির্মাণ করুন, তা না হলে তাদের নির্মাণাদির সিটির কাজ বন্ধ করতে হবে এবং রাকিন সিটিতে যারা ভাস্কর্য নির্মাণ করবে তাদের সঙ্গে কর্তৃপক্ষের চুক্তি করতে হবে। এই চুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বজায় থাকবে এবং নতুন প্রজন্ম ভাস্কর্য দেশের মুক্তিযুদ্ধকে ও স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close