প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ মে, ২০২৪

মে দিবস শ্রমিকের অধিকার আদায়ের দিন

- আশিক বিল্লহ

মহান মে দিবসে ডেমোক্রেটিক পার্টি গত বুধবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর ইস্টার্ন প্লাজায় আলোচনা সভা করেছে। ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহাসহ বুদ্ধিজীবী ও সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন অন্য সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

এস এম আশিক বিল্লাহ বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য শ্রমিক-মালিকবিরোধ নয় সৌহার্দ। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ শ্রমজীবী মানুষের শ্রম ও ঘামে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে। অথচ তারা আজও উপেক্ষিত। অধিকারবঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

স্বপন কুমার সাহা বলেন, ১৯৭২ সালে এক ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মে সরকারি ছুটি ঘোষণা করেন। এর ফলে তখনকার শ্রমিক কর্মচারীরা সুফল ভোগ করেছেন। কারখানার সরকার নিট মুনাফার ৫% শ্রমিক কর্মচারীদের মধ্যে বণ্টনের ঘোষণা দেয়, ফলে বেশকিছু শিল্পে উৎপাদন ও মুনাফা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close