১১ নভেম্বর, ২০২৩

মহিষের মাংসের নানা পদ

গুণগত মানের দিক দিয়ে গরুর চেয়েও মহিষের মাংস বেশি স্বাস্থ্যসম্মত। এতে কোলেস্টেরলের পরিমাণ মুরগির চেয়েও কম। সঙ্গে প্রোটিনের পরিমাণও বেশি। দেশে এত উপকারী মাংস আছে তা কী ভাবা যায়? সহজ ও সুলভ মহিষের মাংসের নানা পদ নিয়ে আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

মহিষাল

উপকরণ : বড় ১ বাটি মহিষের মাংস (নরম সেদ্ধ করা), পেঁয়াজ ১টি, রসুন ১টি, বড় টমেটো ৩টি একত্রে ব্লেন্ডারে পিষা, কাঁচামরিচ গোটা ৫টি, সয়াবিন তেল ১০ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, ধনেগুঁড়ো ও হলুদ ১ চা চামচ করে, পানি ১ লিটার ও লবণ আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : মাংস, পানি বাদে সব উপকরণ তেলে কষিয়ে নিন। মাংস, পানি ঢেলে, ঝোল শুকিয়ে ঘন হয়ে আসার অপেক্ষা করলেই মহিষাল তৈরি।

মহিষোর্মা

উপকরণ : সেদ্ধ করা মহিষের মাংসের বড় টুকরো ১২টি, নারকেল বাটা ১ কাপ, কাটা পেঁয়াজ ১টি, কাঁচামরিচ গোটা ৭টি, ধনেপাতা কুচি ২ মুঠো, সয়াবিন তেল ৯ টেবিল চামচ, জিরেগুঁড়ো ও হলুদ ১ চা চামচ করে, ধনেগুঁড়ো ৩ চা চামচ, টক দই ৪ টেবিল চামচ, পানি ১ লিটার ও লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ ভেজে সব উপকরণ একত্রে কষিয়ে পানি দিয়ে মাংস বসিয়ে দিন। ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে এলেই মহিষোর্মা তৈরি।

মহিদুয়াল হাড়

উপকরণ : মহিষের বড় হাড়যুক্ত মাংস ৬টি (নরম সেদ্ধ করা), কদু বড় ১২ টুকরো পেঁয়াজ ১টি, রসুন ২ কোয়া গ্রেট করা, কাঁচামরিচ গোটা ৭টি, সয়াবিন তেল ১০ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ও ধনেগুঁড়ো ১ টেবিল চামচ করে, জিরে, গরম মসলা ও হলুদগুঁড়ো প্রতিটি ১ চা চামচ করে, পানি ১ লিটার ও লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ তেলে কষিয়ে নিন। মাংস কদু দিয়ে পানি ঢেলে, কদু সেদ্ধ এবং ঝোল শুকিয়ে মাখা-মাখা হয়ে আসার অপেক্ষার প্রহর শেষ হলেই মহিদুয়াল হাড় তৈরি।

মহিষারানি

উপকরণ : মহিষের সেদ্ধ মাংস ২ বাটি, আলু একদম পাতলা করে কাটা বড় ২টি, সেদ্ধ চাল ১/২ কেজি, ধনেগুঁড়ো ১ টেবিল চামচ, গরম মসলাগুঁড়ো ১ চা চামচ, তেল ১২ টেবিল চামচ, ১টি পেঁয়াজ, ৫ কোয়া রসুন কাটা। গোলাপজল ১ টেবিল চামচ, তরল দুধ ১ লিটার, মোটরশুটি সেদ্ধ ২ মুঠো, কাঁচামরিচ ৮টি, লবণ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১টির ও পানি মধ্যমা অঙ্গুলির প্রথম দাগ পর্যন্ত।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে পেঁয়াজ, রসুন ভেজে শুকনো মসলায় মাংস কষিয়ে সব উপকরণ একত্রে দিয়ে ৩০ মিনিট দমে রাখুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close