উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৪
উলিপুরে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পর্শে আব্দুর রাজ্জাক (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত জামাল ব্যাপারীর ছেলে মুদি ব্যবসা করতেন।
জানা গেছে, শনিবার সকালে তার বাড়ির পাশে পুকুরের পানি সেচের জন্য ঘরের মেইন সুইচ থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন তিনি। স্বজনরা উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন