কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৮ অক্টোবর, ২০২৪
কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতি তায়েফ গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার উপজেলা কাদিপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তায়েফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে এলে গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদার ও এএসআই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, তায়েফের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন